সঞ্জিব দাস,(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের ডিগ্রী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু মারিয়া ডিগ্রী এলাকার আনোয়ার হাওলাদারের মেয়ে।পরিবার ও স্থানীয় লোকজন বলছে, প্রতিদিনের মতো সংসারের কাজে ব্যস্ত ছিলো শিশুটির মা মায়া বেগম। এদিকে তার অজান্তেই খেলার ছলে পুকুরে চলে যায় শিশু মারিয়া।
পরে তাকে না পেয়ে আশেপাশে অনেক খোঁজার পরও না পেয়ে পরে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটির মা। এরপর পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসককের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম