লোহাগাড়া সংবাদদাতা।।
লোহাগাড়ার পদুয়া বনবিভাগের আওতাধীন সাতকানিয়া উপজেলার সারাশিয়া মৌজা এলাকায় ৪০হেক্টর সৃজিত বাগান হতে গাছ কর্তন করার সময় ৩জনকে আটক করেছে পদুয়া বনবিভাগ কর্মীরা।
আটককৃরা হল সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মোহাম্মদ আহম্মদের পুত্র আবু তাহের (৪০), বান্দরবান ভাগ্যেরকুল সুয়ালক এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র সরওয়ার কামাল প্রকাশ সরু মাঝি(৪৫) এবং বান্দরবান খদু খোলার আবুল হোসেনের পুত্র মুহাম্মদ ইয়াছিন (২৯)।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান জানান, পদুয়া বনবিভাগের আওতাধীন সামাজিক বনায়নের ১৯৩১এর সংরক্ষিত বনভ‚মির আরএস দাগ নং ১৪৫১ বিএস দাগ নং ৭০৫ ১৬সনে সৃজিত ৪০হেক্টর বাগান সৃজিত বাগান। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহানের নেতৃত্বে গতকাল সকালে একদল বনকর্মীরা সৃজিত বাগানে টহলে গেলে ৩যুবক বাগান হতে গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় তাদের ৩জনকে টহলরত কর্মীরা তাদেরকে ১৯২৭সনের বনআইন যাহা ২০০০সনের সংশোধিত ১(ক), (ক) (খ) ধারায় অপরাধ করায় আটক করে।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে পি ও আর মামলা নং ১২,পদুয়া অব-২০১৯-২০ মামলা রুজু করা হয়েছে এবং আজ সকালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত, চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
আবা/রিফাত/আমিত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম