আমাদেরবাংলাদেশ ডেস্ক: পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখে অভিভূত হয়ে প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনকালে তিনি এ প্রশংসা করেন
শুক্রবার গোপালগঞ্জ থেকে ফেরার পথে সকাল ১১টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে সি-বোটে করে নির্মাণাধীন সেতুর কাজসহ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন রবার্ট মিলার। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী মিশেল অ্যাডেলম্যানও ছিলেন। পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর প্রকৌশলী(মূল সেতু)দেওয়ান আব্দুল কাদের। এসময় পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের, সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম