আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পবিত্র রমজান উপলক্ষে দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহ-কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আশুলিয়া থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো: ওমর-ফারুক।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি বলেন রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্রতায় সমাজ আলোকিত হয়ে উঠুক-এ কামনা করে হাজী মো: ওমর-ফারুক আরো বলেন,সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
উৎসবমুখর পরিবেশে রোজাদারগণ সেহরি,ইফতার সহ ইবাদাত বন্দেগির মাধ্যমে মাহে রজমান অতিবাহিত করে উল্লেখ করে তিনি বলেন,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভের আশায় সারা বছর ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসটির অপেক্ষায় থাকেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করে ওমর-ফারুক রমজানের পরিপূর্ণ সওয়াব সবার ওপর বর্ষিত হোক প্রত্যাশা করে পরম করুণাময় মহান আল্লাহর সহায়তা কামনা করেন।
হাজী মো: ওমর-ফারুক বলেন,মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত, বরকত,মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য,শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে থাকে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম