আমাদেরবাংলাদেশ ডেস্ক: ডেঙ্গুর বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রতি দিনই ঢাকার দুই মেয়রের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৯ জুলাই) সকালে দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি দলীয়ভাবে জনসচেতনতা তৈরির জন্য তিনদিন দেশব্যাপী প্রচারনা চালাবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, শুধু ডেঙ্গু নয়, বন্যার্তদের পূনর্বাসনে প্রয়োজনীয় সব কিছু করা হবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
কাদের বলেন, কিছু সময় আগেও প্রধানমন্ত্রী ফোন করে নেতাদের সাথে কথা বলে সার্বিক খবর নিয়েছেন ও পরামর্শ দিয়েছেন।
প্রিয়া সাহার পেছনে আর কারা আছেন, তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে ও জানান ওবায়দুল কাদের।