তোমার হিংস্রতার বিষে ওষ্ঠাগত, মনপ্রাণ ওঠে নড়ে
বালিয়াড়ির ঢেউ আবর্জনার স্তুপে যেন আছড়ে পড়ে
জীবন জুড়ে অবসাদ, কাতর ক্রন্দনে হৃদয় আনচান
অজানা আবেগে শিহরিত মন, শুনে পাখির কলতান।
.
অমার্জিত ভুলে অবগুণ্ঠন খুলে বিভোর সত্তাতে তুমি
শুভ্রতা মাখানো স্বপ্ন গুলোকে হায় ! করলে মরুভূমি
দিগন্তের অস্তাচলে আকাশের নীলে পাহাড়ের ঝর্ণায়
মিলনের স্বপ্নজাল বুনি বিরহের মাঝে অশ্রুর বন্যায়।
.
উদ্বিগ্ন হয়ে আনমনা বেড়াই সুখের সন্ধানে অন্তহীন
পুলকিত নয়নে সভ্যতার পথে হাঁটি অকারণে শর্তহীন
আবেগ যখন পড়ে থাকে বিবেকের পায়ে বেশ সস্তায়
লোলুপ দৃষ্টিতে যত মোহ আচমকা অবদমিত রাস্তায়।
.
বিদীর্ণ জ্যোৎস্নায় নিশির যবনিকায় ঊষার দ্যুতি
মন ছুঁয়ে যায় নির্জন বালুকাবেলায় একি অসীম তৃপ্তি !
যুগল বন্ধনে আছে বিষ্ময়ের হাসি- প্রগাঢ় হৃদয় দৃষ্টি
নিস্তেজ কায়ার পরিশুদ্ধ অবগাহনে হয় প্রেমিক সৃষ্টি।
.
নাবিহা ফ্যাশন হাউস
ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।