ঢাকা: ঈদুল আজহায় চিত্রনায়িকা পরীমণি ৬টি গরু কোরবানি দিয়েছেন। আর সেই গরুগুলো পরীকে দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেলিম খান ব্যাখ্যা প্রদান করেছেন।
সেলিম খান জানালেন, তিনি পরীমণিকে গরু দেননি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু দিয়েছেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গরু দিয়েছেন তিনি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে এসব গরু কাকরাইলে শাপলা মিডিয়ার অফিসের সামনে কোরবানি দেয়া হয়েছে।
সেলিম খানের দাবি, তার প্রযোজিত চলচ্চিত্রগুলোর গল্প অনুযায়ী পরীমণি অভিনয়ের সুযোগ পাননি। তাকে নিয়ে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও শাপলা মিডিয়ার নেই। অথচ মনগড়া এমন সংবাদ প্রকাশ করায় রীতিমতো আহত হয়েছে তিনি।
সেলিম খান বলেন, চিত্রনায়িকা পরীমণির নাম শুনেছি। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে সামনা-সামনি দেখা হয়নি। এছাড়া কখনো ফোনেও তার সঙ্গে কথা হয়নি।
সেলিম খান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যে কেউ তার তিনটি মোবাইল নম্বরে কললিস্ট যাচাই করে দেখতে পারেন।
সূত্র: আরটিভি অনলাইন
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম