স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত পুর্নবিবেচনাও মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদের চাকুরি নিয়মিতকরনসহ চাকরিচ্যুৎ এমআরসিএমদের পূর্ণবহালের দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত মে মাসে শহীদ মিনারে ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরই পেক্ষিতে বিদ্যুৎ বিভাগ থেকে উচ্চপদস্থ দুইটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি কমিটি সমিতির সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত (দৈনিক ভিত্তিক)কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের বিষয়ে খতিয়ে দেখা এবং অন্যটি বিভিন্ন বিষয় সম্পর্কে সুষ্ঠু সমাধানের জন্য।
কিন্তু কমিটি মিটার রিডার কাম মেসেঞ্জারদের সঙ্গে কোন ধরনের আলোচনা না করেনি। শুধুমাত্র বিআরইবি’র সঙ্গে আলোচনা সাপেক্ষে গত ৭ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তে লাইন শ্রমিক পদের চাকুরি নিয়মিত করনের সুপারিশ করে। মিটার রিডার কাম মেসেঞ্জারদের চাকুরী নিয়মিতকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।গত বছর বিআরইবি অনুমোদিত কমিটি দুইটি (চুক্তি ভিত্তিক) এবং দুইটি দৈনিক ভিত্তিকদের নিয়মিত করণের পক্ষে সুপারিশ করেন।
বিআরইবি একই নিয়োগের দুইটি পদ একটি চুক্তি ভিত্তিক লাইন ক্রু এবং বিলিং সহকারী দৈনিক ভিত্তিককে নিয়মিত করণ করে গত বছর। একই নিয়োগে চারটি পদের তিনটি পদের সমাধান হলেও মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের নিয়মিতর বিষয়টি নিস্পত্তি হয়নি।এ অবস্থায় এমআরসিএম বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত পুন:বিবেচনার মাধ্যমে তাদের চাকরি নিয়মিত করার জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। পল্লী বিদ্যুৎ সমিতির শুরু থেকে ১৯৯৪ ইং সাল পর্যন্ত ম্যাসেঞ্জার পদটি নিয়মিতভাবেই নিয়োগ প্রদান হতো। পরবর্তীতে মিটার রিডার এবং ম্যাসেঞ্জার দুই পদকে একত্র করা হয়। তারা দীর্ঘ দিনের এ বৈষম্য দূরীকরনেরও দাবি জানান।