জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাটের পাঁচবিবিতে ফরিদুল ইসলাম (৪৮) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নন্দইল সীমান্ত এলাকার একটি সবজি ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গরু ব্যবসায়ী ফরিদুল ইসলাম পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের মৃত আফাজ উদ্দিন ছেলে ।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ফরিদুল ইসলাম গতকাল শনিবার জয়পুরহাট শহরের নতুনহাটে গরু বিক্রয়ের পর রাতে আর বাড়ি ফিরেন নি ।সকালে স্থানীয় কৃষকরা তার মরদেহ নন্দইল সীমান্ত এলাকার একটি সবজি ক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ময়না তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান (ওসি) মনসুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম