শাহরিয়ার কবির,পাইকগাছা,প্রতিনিধি: খুুলনার পাইকগাছার পৌর সদরে ছিনতাই করে পালানোর সময় ৪ ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদালতের
পিছনে শিক্ষক মিজানুর রহমানের নিকট থেকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।
পাইকগাছা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ শীল,মৃন্ময় ঢালী,প্রতীমা মন্ডল ও দেলুটির কালিনগর কলেজের ছাত্রী তিথি রায় প্রাইভেট পড়ে।
উপজেলা নির্বাচন অফিসের সামনের সামনে ৩ রাস্তার মোড়ে আসলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারী পৌরসভার ৯নং ওয়ার্ড
বাতিখালী গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস (১৯), ৮নং ওয়ার্ডের হারুনার রশিদের ছেলে আরাফাত রশিদ মীম (১৯), ৪নং ওয়ার্ড সরল গ্রামের বিশ্বজিত মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল (২০), দেলুটির জিরবুনিয়া গ্রামের অমল সরকারের ছেলে তুফান সরকার (১৯) সহ ৬ জন
শিক্ষার্থীদের গতিরোধ করে। এ সময় তারা প্রত্যেকের পৃথক স্থানে ডেকে নিয়ে তাদের কাছে
থাকা মোবাইল, টাকা,স্বর্ণের চেইন ও আংটি ছিনতাই করে। পালানোর সময় শিক্ষার্থী চিৎকারে স্থানীয় জনতা ছিনতাইকারীদের ধাওয়া করে ৪জনকে আটক করে পুলিশে দেয় এবং ২জন পালিয়ে যায়। ওসি এমদাদুল হক শেখ আমাদেরবাংলাদেশ.কমকে জানান,এ ঘটনায় পাইকগাছা থানায় ছিনতাই মামলা হয়েছে এবং ৪জনকে আটক করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম