অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। খবর জিও টিভি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেশনে ট্রেস আসার কিছু আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে স্টেশনে ব্যাপক ভীড় ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আরও অতিরিক্ত ডাক্তার এবং সহযোগিদের যোগদানের আহ্বান জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় জাফার এক্সপ্রেস ট্রেনটির পেশওয়ারের উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করার কথা ছিল। কিন্তু ট্রেনটি নির্দিষ্ট সময় প্লাটফর্মে আসেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম