আমাদেরবাংলাদেশ ডেস্ক: পাকিস্তান সীমান্তে সামরিক বাহিনীর দু’শো সাঁজোয়া যান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
পাঞ্জাব ও রাজস্থানের পাকিস্তান সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এসব সাঁজোয়া যানে থাকবে ভারতের নিজেদের তৈরি ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র। এই অঞ্চলটি জুড়ে নদী ও খাল রয়েছে।
এ সব সাঁজোয়া যানের রাস্তা বা সড়ক পথে পাঁচশ’ এবং নদী বা খাল দিয়ে আড়াইশ কিলোমিটার এলাকা টহল দেয়ার সক্ষমতা রয়েছে। পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে তখন সীমান্তে এ সাঁজোয়া বহর মোতায়েনের উদ্যোগ নিল নয়াদিলি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম