নিজস্ব প্রতিবেদক।। পাটুরিয়া-দৌলতদিয়া রুটের একটি ফেরি ডুবে গেছে। বাংলাদেশের নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসির আরিচা ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (১৭ জানুয়ারি)ভোরে ডুবে যাওয়া ফেরিটির নাম রজনীগন্ধা। ফায়ার সার্ভিস জানিয়েছে,উদ্ধার কাজে অংশ নিতে এখন পর্যন্ত তাদের কয়েকটি ইউনিট যোগ দিয়েছে।এ ঘটনার পর সকাল নয়টা পর্যন্ত ছয় জনকে জীবিত উদ্ধার করার কথা জানাচ্ছে ফায়ার সার্ভিস।
তবে,এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আরিচা ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ছেড়ে আসে রজনীগন্ধা ফেরিটি। ভোর রাতে মানিকগঞ্জের আরিচা প্রান্তে পৌঁছালেও ঘন কুয়াশায় পথ দেখতে না পাওয়ায় মাঝ নদীতে অনেকক্ষণ নোঙ্গর করে ছিল ফেরিটি।সকালের কিছুটা কুয়াশা কাটলে তীরে ভেরার চেষ্টা করে ফেরিটি। তখন পাশ থেকে যাওয়া একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা বলছেন,মূলত ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরিটি ছেড়ে আসার সময় এতে বেশকিছু যানবাবহন ছিল। যার মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।তবে,নিজস্ব ক্রু ও যানবাহনসহ ফেরিটিতে ঠিক কতজন ছিল সেই তথ্য কেউ নিশ্চিত করতে পারেনি।
ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরিটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল। সকাল আটটায় দুর্ঘটনার পর সাড়ে ৯টায় পুরোপুরি ডুবে যায় ফেরিটি। এর আগ পর্যন্ত কিছুটা অংশ পানির ওপরে দেখা যাচ্ছিলো বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এবিডি.কম/রাজু