জবি প্রতিনিধি : আগামী এক (০১) বছরের জন্য পাঠশালা কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ইমতিয়াজ আহমেদ জিয়ানকে ও সাধারণ সম্পাদক হলেন এস এম মেহেদী হাসান বাবুকে মনোনীত করা হয়েছে।পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন। পাঠশালা হচ্ছে এমন একটি সেচ্ছাসেবামূলক সংগঠন যেখানে পথশিশুদের শিক্ষা নিয়ে কাজ করা হয়। আর এরই ধারাবাহিকতায় পাঠশালার গণতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ও পথশিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ কমিটি দেয়া হয়।কমিটির প্রধান উপদেষ্টা তানভীর আহমেদ ও উপপ্রতিষ্ঠাতা আসিফ আল মাহমুদ সহ আরো দশ (১০) জন উপদেষ্টা মণ্ডলী রয়েছে।
কমিটির প্রতিষ্ঠাতা বলেন,"আমি দেশের একঝাঁক তরুণ কে নিয়ে চেষ্টা করে যাচ্ছি দেশের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষার জন্য কিছু করতে। এই ধারা কে আরও বেগবান করার জন্য পাঠশালার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সবার সহযোগিতা পেলে হয়তো আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারবো,কমিটির অন্যান্য সদস্যবৃন্দদের মধ্যে সহসভাপতি হিসেবে রয়েছেন শাখাওয়াত আহমেদ ফাহিম ও আফসার উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মেহেরাবুল ইসলাম সৌদিপ ও মোঃ মাশরিকুল আনোয়ার।
এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন নাগিব মাহফুজ, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মেহেদী হাসান,প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন মোঃ মোনায়েমুল ইসলাম ও হিউমেন রিসোর্স অফিসার হিসেবে রয়েছেন সাজেদুল ইসলাম। পাঠশালার সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম