আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ক্রিকেটারদের পারিশ্রমিকসহ যাবতীয় সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে গত সোমবার (২১ অক্টোবর) হঠাৎই ধর্মঘটে নামে বাংলাদেশের সকল শ্রেণির ক্রিকেটাররা। ঘোষণা দেওয়া হয় দাবি মানা না হলে খেলায় ফিরবেন না তারা। সাকিব-তামিমদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও শেয়ার করে শোয়েব আখতার নানান বিষয় নিয়ে কথা বলেন। ক্রিকেটারদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বলেন, বোর্ডের উচিত ক্রিকেটারদের লাভের অংশ দেওয়া।
বোর্ড সভাপতিকে উদ্দেশ করে তিনি বলেন, দুই দিনের জন্য দায়িত্বে এসে এসব করার কি আছে- কে আপনাকে মনে রাখবে সবাই ক্রিকেটারদের মনে রাখবে; শতবছরের জন্য তারাই থাকবে ক্রিকেটের সঙ্গে। শুধু শুধু ঝামেলা করার কি আছে।
প্রসঙ্গত, এরই মধ্যে ক্রিকেটারদের সকল দাবি বোর্ডের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে; বুধবার (২৩ অক্টোবর) রাতে ১১ দফা থেকে আরও দুই দফা দাবি বাড়িয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসে সাকিব-তামিমরা। যেখানে সমাধান হয়- এবং সকল দাবি মেনে নেওয়া হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম