পাবনার সুজানগরে দীপশিখা সাধারণ পাঠাগারের শুভ উদ্বোধন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
-
৮৭
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।পাবনা জেলার সুজানগর উপজেলাধীন বোয়ালিয়া গ্রামে এডুকেশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইএসডিএফ) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দীপশিখা সাধারণ পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব এস. এম. আব্দুল বারেক (এফ রহমান) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসকীনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমুদা সবুজ। মূখ্য আলোচক হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব আবু বকর সিদ্দিক।
আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মোঃ আতাউর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব এ. এফ. এম. মনিরুল ইসলাম তরুন । এছাড়া উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশন আলী মিয়া। উক্ত অনুষ্ঠানে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী, প্রাক্তন ছাত্র – ছাত্রীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media