নাগাসাকি দিবস আজ। ৭৫ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের এই দিনে জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।ফ্যাট ম্যান’ নামের ওই বোমায় মারা যায় প্রায় ৭৪ হাজার মানুষ। এদিকে নানা আয়োজনে দিনটি স্মরণ করছে নাগাসাকিবাসী। শহরের স্মারকস্তম্ভের সামনে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
ওই আয়োজন থেকে একটি পারমাণবিক বোমা মুক্ত পৃথিবী গড়তে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান নাগাসাকির নাগরিকেরা। নাগাসাকিতে হামলার আগে ১৯৪৫ সালের ৬ই আগস্ট আরেক শহর হিরোশিমায় ‘লিটল বয়’ নামের বোমা ফেলে তৎকালীন ট্রুম্যান প্রশাসন।
সেখানে মারা যায় ১ লাখ ৪০ হাজার মানুষ। পরবর্তীতে দুটি শহরেই পারমাণবিত তেজস্ক্রিয়তার পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে মারা যান প্রায় আড়াই লাখ ।