জাহেদ হাসান।। পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল।
বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি কফিল উদ্দিন ও কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জামাল হোসেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল ) দুপুর ২টায় পালংখালী প্রাইমারী স্কুল প্রাঙ্গণে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল বশর সিরাজের সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীতের মধ্যদিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম প্রধান এডভোকেট জমির উদ্দিন ও আলী আহমেদ।
আরও পালংখালী ইউনিয়ন আওয়ামী সাংগঠনিক টিমের সদস্য সচিব আবুল মনজুর কোম্পানি, টিম সদস্য আনোয়ার হোসেন জাবু, এবিসি সুমন,আজিজ উদ্দিন, সিরাজুল বশর সিরাজ, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম মনজুর, সাধারণ সম্পাদক ফজল কাদের চৌধুরী ভুট্টো, মোজাফফর সওদাগর। শাহাদাত হোসেন, কামাল উদ্দিন সওদাগর, জুয়েল, ফয়েজুল ইসলাম মেম্বার, নুরুল হক মেম্বার, জুনায়েদ,একরামুল হাসান,সৈয়দ মিয়া,সাংবাদিক রফিক মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পালংখালী ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম