ইমন আল আহসান, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়ার্ড পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমরার রাতে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়।চিকিংসকের প্রাথমিক ধারনা, হৃদরোগে আক্রান্ত্র হয়ে তার মৃত্যু হয়েছে। তার নাম ওয়াং বিন (৫৪)। বাড়ি চীনের জিয়াংসু প্রদেশের সানজি এলাকায়।
বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি (বিসিপিসিএল) কর্মকর্তা মো.শহীদ উল্যাহ ভুঁইয়া বলেন, ওয়াং বিন দিনভর কাজ করেছেন এরপর চীনা শ্রমিকদের থাকার ছাউনিতে ফিরে যান। সন্ধ্যা সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয় ।
কলাপাড়া উপজেলা হাসপালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জে এইচ খান লেলিন তাকে দেখে মৃত্যু ঘোষণা করেন।
বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি (বিসিপিসিএল) কর্তৃপক্ষের আবেদনে প্রেক্ষিতে কলাপাড়া থানা পুলিশ লাশ তাদের কাছে হস্তান্তর করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম