কেজি কেজি আর নয়
কেজির দিন শেষ,
হালি ধরে কিনতে হবে
পিঁয়াজ বাবুর অাদেশ।
আকাশচুম্বী দাম বেড়েছে
বেড়েছে পিঁয়াজ বাবুর ভাব,
মোটা অংকে কিনতে হবে
পালটাও স্বভাব।
পিঁয়াজ বাবুর ঝাঁঝ বেড়েছে
না খেলেও চলে ভাই,
এক পিঁয়াজে এক তরকারি
তবুও চালাই।
পিঁয়াজ বাবুর কদর বেড়েছে
বেড়েছে তার মান,
গিন্নি এখন অার কাঁদেনা
সময় বেঁচে যান।
তাই চলো মোরা সবাই
পিঁয়াজ বাবুর তথ্য শুনি,
সঠিক পদ্ধতিটি জেনে
পিঁয়াজ বাবু বুনি।
আনোয়ারুল ইসলাম
গাইবান্ধা সরকারী কলেজ
(অনার্স ২য় বর্ষ)
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম