জাহেদ হাসান।। মুজিব শতবর্ষে নির্মিত কক্সবাজার সদরের পিএমখালীতে আশ্রয়ন প্রকল্পের ১৪৮ টি পরিবার বর্ষপূর্তি পালন করেছে। তারা শুক্রবার জাঁকজমকপূর্ণ বর্ষপূর্তি অনুষ্ঠান করে নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠেন।
এসময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া উপস্থিত ছিলেন। তাদের জন্য স্থানীয় ভাবে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত মসজিদে আজ প্রথম বারের মত জুমার নামায আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ১০ হাজার টাকা মসজিদের ব্যয় নির্বাহের জন্য প্রদান করা হয়।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিএমখালী ইউপি চেয়ারম্যান মো. আবদুল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের, ইউপি সদস্যগণসহ স্থানীয় বাসিন্দারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান মসজিদসহ আশ্রয়ন প্রকল্পবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগীতার অংগীকার করেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম