আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার পর বার্সেলোনা ও জুভেন্টাস থেকে একাধিক ছাঁটাই হয়েছে। সামনে আরও হবে। আবার বেশ কয়েকজন তারকা খেলোয়াড় এমনিতেই ঐ দুটি ক্লাব ছাড়তে পারেন। তাদের মধ্যে অন্যতম হলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন পরিস্থিতির মধ্যে বোমা ফাটালেন ওয়াগনার রিবেইরো। নেইমারের ঘনিষ্ঠ এ এজেন্ট ব্রাজিলিয়ান ক্রীড়া সাময়িকী ‘প্লাকার’কে বলেছেন, নেইমার পিএসজিতে সুখেই আছেন। সেখানে আরও দুই বছর থাকতে পারেন। এর মধ্যে তার সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মেসি-রোনালদোর।
বর্তমান সময়ের তিন সেরা ফুটবলার মেসি-রোনালদো-নেইমারদের এক সঙ্গে কোন ক্লাবে খেলতে দেখাটা তো অনেকের কাছে স্বপ্নই। কিন্তু ‘সুপার এজেন্ট’খ্যাত রিবেইরো জানালেন, স্বপ্ন নয় এটি বাস্তবেও অসম্ভব কিছু না, ‘নেইমার সুখেই আছে। আমার মনে হয় পিএসজিতে সে অন্তত আরও দুই বছর থাকবে। এখন কোনো সন্দেহ ছাড়া বলতে পারি, নেইমারের বার্সেলোনায় ফেরার চেয়ে মেসির পিএসজিতে যোগ দেওয়া সহজ। মেসি এবং রোনালদো? ঠাট্টা করছি না, কাতারের অর্থনৈতিক শক্তিকে আপনি হেলাফেলা করতে পারেন না।’ কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপের চেয়ারম্যান নাসের আল খেলাইফি পিএসজির মালিক।
একটা নেইমার ছাড়তে চেয়েছিলেন পিএসজি। এ সুযোগে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল বার্সেলোনা। শুধু তা-ই নেইমারকে টানতে হাল ছাড়েনি রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত ঐ দুই ক্লাব ব্যর্থ হয়। এখন আর সে সুযোগ নেই বলেই মনে করেন ব্রাজিলিয়ান এই এজেন্ট, ‘একটা সময় ছিল যখন চোটের কারণে সে কষ্টে থাকত। তখন তার বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে ফেরার দরজা খোলা ছিল। কিন্তু এখন সে সেখানে (পিএসজি) সুখেই আছে।’
তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার দেখা হয়েছে। সে এমন আলোর শহরে আছে যেখানে সবাই ঘুরতে পছন্দ করে। ফরাসি খাবারও ভালো। সুন্দর ঘর এবং বন্ধু-বান্ধব আছে। আর বিশ্বের অন্যতম সেরা ক্লাবেও খেলছে। একজন মানুষ যা যা পছন্দ করে এবং যা যা প্রয়োজন তার সবই আছে। তাই সে কোন কারণে পিএসজি ছাড়বে?’ নেইমারকে এখন মেসি-রোনালদোর চেয়ে ভালো বলেই মনে করেন রিবেইরো, ‘কৌশলগত এবং শারীরিক সামর্থ্য বিচারে এখন সে মেসি-রোনালদোর চেয়ে ভালো। অবশ্যই পুরস্কারটা (ব্যালন ডি’অর) নেইমার, এমবাপ্পে ও লেভানডফস্কির মধ্যে কেউ জিতবে। সেরা কে, তা ঠিক করে দেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। তবে ফাইনালটা অনেক কঠিন হবে। বায়ার্ন দুর্দান্ত দল।’
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম