পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে মা ইলিশরক্ষার অভিযানে নিষেধাজ্ঞা অমান্যকরে কচা নদীতে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সুবিদপুর এলাকায় কচা নদীতে পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৩ জেলে সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ১১ হাজার মিটার অবৈধ্য কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়।
পরে সন্ধ্যার দিকে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করে। দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার মেঘপাল গ্রামের মেহেদী হাসান (২২), সয়না গ্রামের শাহজালাল (৩১), মেঘপাল গ্রামের আল-আমীন (১৯)।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ জানান, শনিবার সন্ধ্যার দিকে উপজেলা মৎস্য বিভাগ কচা নদীর সুবিদপুর এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক, ১১ হাজার মিটার কারেন্ট জাল, ৭ কেজি ইলিশ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃত জালগুলো আগুনে পুরিয়ে ফেলা হয়।