সৈয়দ বশির আহম্মেদ পিরোজপুর প্রতিনিধি।।পিরোজপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সহধর্মীণী মিসেস রুবাইয়াৎ লতিফ জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন জাতের ১মণ মাছের পোনা অবমুক্ত করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর কাজী শাহনেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তা ও তাদের সহধর্মীণীরা।
এসময় পুনাক সভানেত্রী মিসেস রুবাইয়াৎ লতিফ বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। নারীদের সামাজিকভাবে উন্নয়ন ও স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা লক্ষ্যে কাজ করে আসছে। পিরোজপুরে আগামীতে অসহায় ও পিছিয়ে পরা নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম