পিরোজপুর প্রতিনিধি।। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার পিরোজপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর
উপস্থিতিতে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যাল পর্যন্ত পরিচালনা করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। র্যালি শেষ হলে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী,প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম