প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১০:২৭ অপরাহ্ণ
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে আলোচনায় সজল মাহমুদ

যে কোন সময় ঘোষিত হতে পারে নতুন কমিটি। নতুন কমিটিকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন কমিটিতে পদ পেতে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। সভাপতি পদে আলোচনায় বেশ এগিয়ে আছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়া হয়। ছাত্রলীগকে কথিত সিন্ডিকেট মুক্ত করতে এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে ভোটে না গিয়ে এবার যে সিলেকশনের মাধ্যমেই নেতা নির্বাচিত হতে যাচ্ছে সে ব্যাপারে স্পস্ট আভাস পাওয়া গেছে। এ জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সূত্রে আরো জানাগেছে, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল পারিবারিক ভাবেই আওয়ামী পরিবারের সদস্য। তার চাচা কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট, এ,কে এম আবদুস শহীদ।এছাড়াও তার আরেক চাচা বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন মিয়া কাউখালী থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। খালাত ভাই রফিকুল ইসলাম মাসুদ পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি।
সভাপতি প্রার্থী ইফতেখার মাহমুদ সজল বলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি হতে পারলে তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পিরোজপুর জেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাবেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম