নগর ভবনের ‘ট্রেড লাইসেন্স নবায়ন ও কেমিক্যাল পল্লীতে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর’ বিষয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। মেয়র বলেন, কেমিক্যাল কারখানার ট্রেড লাইসেন্স নবায়নের আগে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, এফবিসিসিআই, পরিবেশ অধিদফতর, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করে দেয়া হবে। কমিটি সরেজমিন এসব বিষয় যাচাই-বাচাই করবে। এসময় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।