নিজস্ব সংবাদদাতা।। অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা'পেলেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার ৪০০ কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা,কর্তব্যনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এই পদ-কে ভূষিত করা হয়।
এসময় সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৩৫ জন পুলিশ সদস্য-কে এবার 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হয়।
এছাড়া ৬০ জনকে'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)' এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা,কর্তব্যনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা'এবং ২১০ জনকে'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা'দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই পদক পরিয়ে দেন।এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন।
রাকিব মাহমুদ খান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার একজন কৃতি সন্তান মোঃ আকবর আলী খান এর ছেলে,৬ ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। বড় ভাই রিপন খান (ব্যাংকার),মেজ ভাই রাসেল খান,সেজ ভাই মাসুদ খান,তার ছোট শামীম খান,তার ছোট রাজিব খান এবং সবার ছোট রাকিব মাহমুদ খান।
রাকিব মাহমুদ খান,গোয়ালন্দ নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি,গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ এইচএসসি এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) পাশ করেন এবং ১ ডিসেম্বর ২০১৪ ইং এ বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন। পরে তিনি র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার হিসেবে যোগদান করেন।
রাকিব মাহমুদ খান খুবই দক্ষতার সহিত র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ৪ এর,সিপিসি-২ (সাভার ও ধামরাই উপজেলা) এর কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিনিয়ত তিনি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন সহ আসামি গ্রেফতার এবং মাদক,কিশোর গ্যাং,চাঁদাবাজি,নারী নির্যাতন দমনে অসীম সাহসীকতার সহিত ভূমিকা পালন করছেন।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম