নিজস্ব প্রতিনিধি।। পুলিশ অপরাধ করলেও কোন ছাড় পাবে না বলে জানিয়েছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। বলেন, অপরাধ প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে। তখন অপরাধীর পরিচয় শুধু অপরাধী, অন্য কিছু নয়।
বুধবার (২০ জানুয়ারি) সকালে রংপুর পীরগাছা থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় তিনি এসব বলেন।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার আরও বলেন, বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে পুলিশ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সাধারণ থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকহানাদার বাহিনীকে মোকাবেলা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের অন্যতম সারথী হিসেবে দেশের জন্য রক্ত দিয়ে গড়া এ বাহিনীকে উন্নত দেশের উপযোগী করে গড়ে তোলা হবে। রংপুর জেলা পুলিশকে জনবান্ধব, আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে সর্বচ্চ মনোভাব নিয়ে কাজ করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, সাধারণ জনগণ সুষ্ঠু বিচারের আশায় থানায় আসে। সকলের সেই আস্থার জায়গা বাংলাদেশ পুলিশ পূর্বেও ধরে রেখেছে এবং ভবিষ্যতে ধরে রাখবে বলে আশা ব্যক্ত করেন।
মাসিক অপরাধ পর্যালোচনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন, ও পীরগাছা থানার পরিদর্শক আজিজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু