বিশেষ প্রতিবেদক, আমাদের বাংরাদেশ:
নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেও নিজের উপদেষ্টা পরিষদে আগের সবাইকে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা হলেন- রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তাঁরা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন।
গত ৭ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর ধরা হয়েছে।