সাভার প্রতিনিধি:
রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার চারাবাগে দুর্বৃত্তরা হামলা চালিয়ে এক মুদি দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার চারাবাগের চাঁনগাও এলাকায় দোকানের ভিতরে তাকে হত্যা করা হয়েছে। মুদি দোকানি ওসমান গনি প্রামানিকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওসমান গনি প্রামানিক চাঁনগাও এলাকার আজিজুর রহমান প্রামানিকের ছেলে।
এঘটনায় সোহেল (৩২), রুবেল (২৮) ও রিপন (৩৫)। সোহেলের আশুলিয়ার চাঁনগাওয়ের বাসিন্দা, আটক অন্য দুজনের বাড়ী খুলনা জেলায়।
নিহতের ভাই আমিনুল ইসলাম প্রামানিক জানান, রাতে দোকান বন্ধ করার সময় কতিপয় দুর্বৃত্তরা দোকানে ঢুকে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের আটক করেন।
এ বিষয়ে আশুলিয়ার থানার এস আই ফজিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দোকানের ভিতরে হাত পা বাধা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রæতার জের এই হত্যাকান্ডটি ঘঠেছে। গত ১৫ দিন আগে মোবাইল ফোনে ফ্ল্যাক্সি লোডে টাকা নিয়ে স্থানীয় সোহেলের সঙ্গে বাকবিতন্ডা হয়। সেই সূত্র ধরেই ওসমান গনিকে হত্যার পরিকল্পনা করে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম