লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ২মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১হাজার ৭’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হল পার্বত্য জেলা বান্দরবান লামা পৌরসভার মেরাখুলা এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৩৮) এবং উপজেলার আমিরাবাদ হাছির পাড়ার আশরাফ আলীর পুত্র শাহ আলম (২৮)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ফেব্রæয়ারি ভোরে এসআই গোলাম কিবরিয়া, এএসআই বিল্লালের নেতৃত্বে একটি পুলিশি দল উপজেলার আমিরাবাদ হাছির পাড়া এলাকা হতে ২’শ পিচ ইয়াবাসহ শাহ আলমকে এবং চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১হাজার ৫’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাশেদা বেগমকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম