আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতীয় লিগের ম্যাচ চলাকালে টিমমেট আরাফাত সানি জুনিয়রকে পেটানোর অভিযোগে জাতীয় দলের সাবেক খেলোয়াড় পেসার শাহাদাত হোসেনকে পাচঁ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।
রবিবার (১৭ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচে সতীর্থ খেলোয়াড় আরাফাত সানি জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। ম্যাচ রেফারি আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মাহফুজা আক্তার হ্যাপি নামের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০১৫ সালে মামলা হয় জাতীয় দলের এই বোলারের বিপক্ষে। ওই মামলায় প্রায় দুই মাস জেল হয়েছিল তার। এরপর থেকে তিনি দলে ফেরার আর সুযোগ পাননি।
উল্লেখ বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি একদিনের আন্তর্জাতিক এবং ৬টি টি-২০ ম্যাচে অংশ নেন শাহাদাত হোসেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম