বিনোদন ডেস্ক:
ভালোবাসা শব্দটির সঙ্গে জড়িয়ে আগে অনেক আবেগ, ভালোবাসা ও মায়ামমতা। ভালোবাসা সৃষ্টি জগতে স্রষ্ঠার অন্যতম দান। ভালোবাসা থাকে মানুষের মনে। তাই মনের ভালোবাসা হচ্ছে- সত্যি কারের ভালোবাসা। নারীদের ক্ষেত্রে একাধিক ভালোবাসার প্রস্তাব থাকে, তাই তারা বুঝে উঠতে পারে না কার ভালোবাসা সত্য। বুঝে না ওঠার কারণে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না।
নারীরা বিশেষ করে প্রেমিকদের নিয়ে এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন। আর তারা মূলত একটা জিনিস বুঝে নিতে চান সবসময়ই, সেটি হল- তিনি যেই মানুষটিকে উজাড় করে ভালোবাসেন সেই মানুষটিও কি তাকে ভালোবাসে ঠিক তার মতো করে।
আসুন জেনে নিই কীভাবে বুঝবেন প্রেমিকের আসল ভালোবাসা-
যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার মুখে বলতে কখনও আটকাবে না। সে সবার সামনে বলবে- আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার সম্পর্কটা কখনও আড়াল করতে চাইবে না।
সত্যিকারে প্রেমিক সবসময় আপনার ভালো কাজে উৎসাহ দেবে। সে সর্বদা প্রস্তুত থাকবে যে কোনো কাজে আপনাকে সাহায্য করার জন্য।
সত্যিকারের প্রেমিক সবসময় আপনাকে নিয়ে ভাববে। আপনার ভালোমন্দ খোঁজখবর নিবে, যা কিছুই করুক না কেন সবসময় আপনাকে জানাবে। সব কিছুর মধ্যে থাকবে আপনার যৌথ অংশগ্রহণ।
সত্যিকারের প্রেমিক সবসময় আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববে। বিভিন্ন বিষয় আপনার সঙ্গে শেয়ার করবে। একসঙ্গে জেনে বুঝে সিদ্ধান্ত নেবে।
কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে আপনি থাকবেন তার কাছে রানি, যে আপনাকে সবসময় গুরুত্ব দেবে।তার কাছে আপনি হয়ে থাকবেন রানি। প্রিন্সেস অব দি ওয়ার্ল্ড।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম