আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। মু’মীনের জন্য কিছু জিনিস হারাম করা হয়েছে আর বাকি সব কিছু হালাল বলে ঘোষণা করা হয়েছে। তাকে হিতাহিত জ্ঞান দিয়ে বলা হয়েছে, নির্দেষ মানলে চিরস্থায়ী জান্নাত আর অবাধ্য হলে জাহান্নাম।
মু’মীনের জন্য জান্নাত লাভ আরো সহজ করতে আল্লাহ তা’য়ালা বেশ কিছু দোয়ার ব্যবস্থা করেছেন, যা আমল করলে অনেক অনেক নেকি লাভ হয়। আজ আমরা আপনার সামনে একটি বিশেষ দোয়া উপস্থাপন করব।
ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করলে মহান রাব্বুল আলামীন ২০ লাখ নেকি দিয়ে থাকেন। আর দোয়াটি দৈনিক ৫ বার নামাজের পর একবার করে আমল করে আপনি পেতে পারেন ১ কোটি নেকি।
এবার জেনে নেয়া যাক দোয়াটি-‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম্ইয়ালিদ ওয়া লাম্ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ’।
আপনি নিজে আমল করুন এবং অপর ভাইকেও আমল করাতে বলুন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আমীন