আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পিএসজি-মার্শেই সেই দ্বন্দ্বের ম্যাচে রেহাই পেলেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রতিপক্ষ ফুটবলারের গায়ে থুতু ছেটানোর দায়ে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি ফরোয়ার্ড।
গত ১৪ সেপ্টেম্বর লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের মুখোমুখি হয়েছিলো পিএসজি। ১-০ গোলে ম্যাচ হারে তারা। খেলার শেষ মুহূর্তে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। এক পর্যায়ে প্রতিপক্ষের ডিফেন্ডার আলভারো গনসালেসকে থুতু দেন ডি মারিয়া।তদন্ত শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ৪ ম্যাচের জন্য সাসপেন্ড করে লিগ ওয়ান কর্তৃপক্ষ।
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। একই ম্যাচে এক খেলোয়াড়ের মাথার পেছনে আঘাত করে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন নেইমার।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম