আমাদেরবাংলাদেশ ডেস্ক: শুরু হয়েছে শোকের মাস আগস্ট। শোকাবহ আগস্টের আজ প্রথম দিন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে মাসজুড়ে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। আগস্টের প্রথম প্রহরে, বুধবার রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
মোমবাতি জ্বালিয়ে আর শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এ সময় বঙ্গবন্ধুর পলাতক বাকী হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তারা।