সাদ্দাম হোসেন জিটিসি প্রতিনিধি।। সোমবার (২৫ শে নভেম্বর) দুপুর ১২ টায় সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে বাসটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন এবং কলেজর বিভাগীয় প্রধানরা সহ উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল। এর আগে রবিবার (২৪ শে নভেম্বর) সকাল ১১ টায় বিআরটিসি ভবনে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেনের কাছে বাসটি হস্তান্তর করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী সংখ্যায় সর্ববৃহৎ বিদ্যাপীঠ খ্যাত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ। কলেজটি ৫৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিশাল এই সংখ্যা গরিষ্ঠ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাত্র ৪টি বাসের ব্যবস্থা ছিলো। তবে সেই পরিসংখ্যানের সাথে যোগ হয়েছে আরো একটি বিআরটিসি লাল বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটি নতুন বাস দেওয়ার জন্য। তিনি বলেন যদিও আমাদের বিশাল শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় তা পর্যাপ্ত নয় কিন্তু আমাদের বিশাল সংখ্যক শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগে এটি কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে বাস পেয়ে উচ্ছ্বসিত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বাসটি কোন রোডে চলবে এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন বলেন, আমরা শিক্ষকরা সবাই বসে সিদ্ধান্ত নেব কোন রোডে দেওয়া যায়। তবে উত্তরার দিকে আমাদের শিক্ষার্থী সংখ্যা বেশি থাকায় ওই রোডে একটা বাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা মিরপুর রোডে আমাদের যে বাসটি রয়েছে সেটি উত্তরা রোডে দিয়ে বিআরটিসি বাসটি মিরপুর রোডে দেওয়ার সম্ভাবনা আছে।