আমাদেরবাংলাদেশ ডেক্স : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবিরোধী অভিযানের শেষ না দেখে ছাড়বেন না। তিনি বলেন, ‘শেখ হাসিনা যেটি ধরেছেন সেটি শেষ করে ছেড়েছেন’।শনিবার( ২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আজকে কিছু অনুপ্রবেশকারী দলে প্রবেশ করে আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বিশাল রাজনৈতিক দল, কত দল এ দেশে এসেছিল, কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি, যেভাবে জঙ্গি তৎপরতা নির্মূল করা হয়েছে, এবারও ক্যাসিনো-জুয়া এগুলো আমাদের সংবিধান পরিপন্থী, সংবিধানের ১৮ অনুচ্ছেদে আছে মদ ও জুয়া নিষিদ্ধ, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, এগুলো জিয়াউর রহমান চালু করেছিলেন।
বঙ্গবন্ধু একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, তিনি তার লক্ষে পৌঁছবেন। তিনি আরও বলেন, নির্বাসিত জীবন শেষে তিনি (শেখ হাসিনা) দেশে ফিরে বিমানবন্দরে বলেছিলেন- ‘আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে’। তিনি তার কথা রেখেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
যারা এক সময় এদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, তারাই আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলছেন। শেখ হাসিনা ক্ষমতায় বলেই এটি সম্ভব হয়েছে। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার গতি অ্যারাবিয়ান হর্সের মতো। এই গতিতে যে কোনো অন্যায় নির্মূল হতে বাধ্য। ক্যাসিনো, মদ, জুয়ার বিরুদ্ধে যে অভিযান চলছে তারও শেষ হবে। জড়িত কেউই রেহাই পাবেন না। গুটিকয়েক লোকের ভার আওয়ামী লীগ নেবে না।
‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের রূপকার তুমি, তুমিই বাংলাদেশ’-শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, এইচটি ইমাম, ড. আবদুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল চৌধুরী নওফেল, সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রিয়াজুল কবীর কাউছার প্রমুখ।
সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানের মাঝখানে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে পরিচয় করিয়ে দেন কাদের।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম