নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভার ও আশুলিয়া-শিল্পা এলাকায় সরকার ঘোষিত মুজুরী কাঠামো বৈষম্য নিয়ে বিগত কয়েকদিনের আন্দোলনের পর মজুরীর বৃদ্ধির ঘোষনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের ঘোষনা দেন সাভার ও আশুলিয়া শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা । প্রথমেই তারা সরকারের ঘোষিত মজুরীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন "প্রধানমন্ত্রী বরবেরের মত তার কথা রেখেছে, এজন্য সরকার ও প্রধামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাভার ও আশুলিয়া শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীবৃন্দ ।
তারা জানান, বিগত কয়েকদিনের শ্রমিক আন্দোলনে কিছু-মহল ঢুকে আন্দোলনকে অন্য পথে নেওয়ার চেষ্টা করলেও শ্রমকদের কঠোর অবস্থান ও আন্দোলনের কারনে সে পরিকপ্লনা নফল হয়নি। তারা আরও জানান, আজ থেকে সমস্ত শ্রমিকরা কাজে যোগ দিবেন এবং আবারও কাজের শান্তিপূর্ন পরিবেশ ফিরে আসবে বলেও তিনি জানান।
এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতারা জানান, গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনের সময় তাদের মজুরী প্রদান করার ব্যাপারেও তারা আশাবাদী বলে জানান। তারা আরও জানান, গত কয়েকদিনের আন্দোলনের সময় যেসব কর্মীরা ছাটাই হয়েছে তাদেরও মালিকপক্ষ ফিরিয়ে নিবে বলে তিনি জানান। এরপর তারা আজ থেকে কাজে ফেরার জন্যও আহব্বান জানান।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ, স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ রেটক্সটাইল এন্ড গার্মেণ্ট শ্রমিক ফেডারেশন, জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, রেডিমেন্ট গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, তৃণমূল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনসহ নয়টি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয়, আলিক কমিটির নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম