আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনা বিরোধী লড়াইয়ে সবার আগে রাশিয়াই ঘোষণা করেছে তাদের ভ্যাকসিন তৈরি। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিকের নাম অনুসারে এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে স্পুটনিক ফাইভ।
এবার ভ্যাকসিনটি উৎপাদনও শুরু করে দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ার সরকারের বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, চলতি মাসের শেষে দিকে তা বাজারে চলে আসবে। গেল সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন।
স্পুটনিক ফাইভের প্রথম ডোজটি পুতিনের এক মাত্র মেয়েকে দেয়া হয়েছে বলে দাবি করা হয় দেশটির পক্ষ থেকে। যদিও রাশিয়ার ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশের বিজ্ঞানীরা।
রাশিয়ার তৈরি ভ্যাকসিনে এখনও পর্যন্ত সবুজ সংকেত দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)। অনেক প্রশ্ন নিয়েই স্পুটনিক ফাইভের উৎপাদন শুরু করলো বিশ্বের অন্যতম শক্তিধর দেশটি।মস্কোর গামালেয়া ইনিস্টিটিউট এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে করোনার ভ্যাকসিন তৈরি করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম