আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ব্রিসবেনে পাকিস্তানকে পাঁচ রানে হারিয়েছে লাল সবুজের নারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার মুরশিদা খানের ৪৩ ও ফারজানা হকের ২১ রানের সুবাদে আট উইকেটে ১১১ রানের স্কোর গড়ে বাংলাদেশ। ১১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ দশমিক চার ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন জাভেরিয়া খান। বাংলাদেশের নারীদের পক্ষে ২২ রানে চার উইকেট নেন জাহানারা আলম।