প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবায় ফ্রী’তে রোগী দেখবে সেন্ট্রাল হসপিটাল
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
-
৭৫
বার দেখা হয়েছে

এআর সোহেব চৌধুরী।। প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে চরফ্যাশন হাসপাতাল সরকে অবস্থিত সেন্ট্রাল ইউনাইটেড হসপিটাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারে বিনা পয়সায় রোগী দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হাসপাতালটির চেয়ারম্যান ইয়াছিন আরাফাত জানান, চরফ্যাশনের অসহায় ও হত দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকগণ সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনা পয়সায় সেন্ট্রাল হসপিটালে রোগী দেখবেন।
এছাড়াও গাইনি মা ও শিশু এবং মেডিসিন অভিজ্ঞ ডাক্তার নাফিসা ইমাম,গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার আখি আক্তার,হৃদরোগ বাতজ্বর ও ডায়াবেটিস অভিজ্ঞ ডাক্তার এনামুল হাসান ও মেডিসিন,বাত ব্যাথা, চর্ম যৌন,এলার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার শেখ সাইফুল ইসলাম রোগীদের এ সেবা দিবেন বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
ইয়াছিন আরাফাত আরও বলেন, রোগীদের ফ্রি সেবা প্রতি সপ্তাহে একদিন করে দেয়া হবে যা অনির্দিষ্টকালের জন্য সকল রোগীর জন্যই উন্মক্ত।
Please Share This Post in Your Social Media