জাপানের রাজকন্যা মাকো নাইশিনে সহপাঠী-প্রেমিক কেই কোমুরোকে চলতি মাসের ২৬ তারিখ বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে এনএইচকে। রাজ্য এবং রাজপদবী ত্যাগ করে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রেমিককে বিয়ে করছেন তিনি। বিয়ের পরপরই মার্কিন মুল্লুকে পাড়ি জমাবেন মাকো।
২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটিতে তাদের প্রথম পরিচয়। তারপর প্রেম। ২০১৭ সালে এই যুগলের বাগদান হলেও বিয়ে পিছিয়ে যায়। পরের বছরই তাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু কোমুরোর মা এবং তার সাবেক বাগদত্তার অর্থ কেলেঙ্কারিতে তা আরেক দফা পেছায়।
দীর্ঘ তিন বছর পর অবশেষে তাদের বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, জাপানের রাজপরিবারে বিয়ের আয়োজন হয় জাঁকজমকপূর্ণ। কিন্তু মাকোর বিয়ে হবে অনাড়ম্বর। কারণ নিয়ম অনুযায়ী রাজপরিবারের কেউ বাইরের কাউকে বিয়ে করলে তার পদ-পদবী দুটোই ত্যাগ করতে হয়। সেজন্য তাকে ১০ লাখ ডলারের বেশি ভাতা দেওয়া হয়ে থাকে। যার হিসাব করা হয় রাজপ্রাসাদের ইকোনমি কাউন্সিলের মাধ্যমে। যদিও, এই অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছেন মাকো।
রাজকন্যার বিয়ে নিয়ে জাপানে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রেমের জন্য রাজকুমারীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম