আসাদুর রহমান।। প্রেসক্লাব শার্শার বাৎসরিক বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্লাবের সদস্যরা ও গণ্যমান্য বক্তিবর্গের উপস্থিতিতে শার্শা উপজেলা বাহাদুরপুর বাওড়ের মেন্দের মাঠে আমবাগানে দিনব্যাপি নানা আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়।
সদস্যরা শার্শা উপজেলা বাহাদুরপুর বাওড়ের মেন্দের মাঠে আমবাগানে ঘুরাঘুরি ও ছবি তোলা শেষে দুপুরে জমপেশ খাওয়া দাওয়া অংশ গ্রহন করেন। খাবার পর্ব শেষে সকলের অংগ্রহনে র্যাফেল ড্র”র লটারি মাধ্যমে ৫ টি আকর্ষণীয় মোবাইল ফোন ৫জনকে পুরস্কারদেওয়াসহ নানা আয়োজন করা হয় ।
এই বনভোজনে শার্শা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ,সভাপতি এম মুননাফ,সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান,যুগ্ন-সাধারণ সম্পাদকসেলিম রেজা,সাংগঠনিক ওসমান গণি,প্রচার সম্পাদক আসাদুর রহমান,সদস্য আব্দুর রহমান,শেখ কাজিম উদ্দীন,আনিছুর রহমান,আজিজুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য বক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম