অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনকে সামনে রেখে দেশটির সংসদের সামনে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল চারটার দিকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অভিশংসনের পক্ষে সমর্থন জানিয়ে অন্তত দুই লাখ মানুষ জড়ো হতে পারেন।
প্রথম অভিশংসন থেকে রেহাই পেয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কারণ ক্ষমতাসীন দলের সদস্যরা ভোটাভুটির দিন সংসদ থেকে বের হয়ে গিয়েছিলেন। তবে এখন তাকে অপসারণের জন্য দ্বিতীয় বারের মতো অভিশংসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিরোধীরা।
সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এর জেরে দেশটিতে এখনো রাজনৈতিক উত্তেজনা কাটেনি।
এর আগে ইউন তার রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম