ফাটা কৃষ্ট: মফিজুল ইসলাম,পিপিএম
কেন আমার হলো না জন্ম
মুচির ঘরে
জনাব এসে পাশে বসলেই
বুকটা যেতো ভরে।।
কেন আমার হলো না জন্ম
রিক্সা চালকের ঘরে
জনাব এসে করলে আরোহন
বুকটা যেতো ভরে।।
তৈরী খবরের ভিড়ে আজ
সত্য আড়ালে পরে
কাকে খায় কাকের মাংস
তাইতো সে কালো চিরতরে।।
বাদামের গান ভাইরাল হলেও
হয় না বাইবেল, গীতা, কোরআন
দামী লোকের কদর হয় না
বেদামীরা পায় সম্মান।।
খবর পড়ে না, খবর দেখে না
ফাটা কৃষ্ট যার নাম
নিজেই খবর তৈরী করে
বাড়ায় তাহার দাম।।
(এসো সবাই মিলে খাই বাদাম
দাম দাম দাম দাম দাম।।) রসিকতার পংতি।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু