শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৩৫ জন। ভিয়েতনামে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। আজ শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় দেড়শ' কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।রাতভর তাণ্ডব চালায় শক্তিশালী টাইফুনটি। বাড়িঘরের ছাদ উড়ে গেছে, বড় বড় জানালা ভেঙে গেছে। প্রবল বাতাসে উপড়ে পড়েছে গাছ।
স্কুল ও অন্যান্য সরকারি ভবনে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নিচু এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে একই ঝড় ফিলিপাইনের কিছু অঞ্চল ধ্বংসস্তুপে পরিণত করে। ভারী বৃষ্টিতে দেশটিতে বন্যা দেখা দেয়। ঝড়টি এখন এগোচ্ছে কম্বোডিয়া ও লাওসের দিকে ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম