ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন একই উপজেলার এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কটালপুর মাঝপাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী (১৯)। শনিবার দিবাগত রাতে গ্রামের সোনাহর আলীর ছেলে রুহেল মিয়া (২৭) তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
তরুণীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে রুহেলকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ধর্ষণে অভিযুক্ত রুহেলকে গ্রেফতার করে। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি রুহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।