ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর-গয়াসী এলাকায় জুড়ী নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। রোববার বিকেলে তিনি সেতুর জায়গা পরিদর্শন করতে গিয়ে বলেনঃ- জুড়ী নদীর উপর সেতু নির্মাণ হলে এখানকার মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা রয়েছে। সেতু নির্মাণ হলে নদীর উত্তরপাড়ের মানুষের ঝুঁকি নিয়ে নৌকায় করে পারাপার হতে হবে না। জুড়ী নদীর উত্তরপাড়ের মানুষ সহজে ফেঞ্চুগঞ্জ সদরের বাজারে যাতায়াত করতে পারবেন।
শিক্ষার্থীরাও সঠিক সময়ে স্কুল-কলেজ, মাদ্রাসায় আসা-যাওয়া করতে পারবে। কয়েকটি উপজেলার মানুষের সহজ যোগাযোগ স্থাপন হবে। তিনি আরো বলেন সবার সার্বিক সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ উপজেলাকে একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। পরিদর্শনকালে ব্রীজসহ এই জনপদের সার্বিক উন্নতির ব্যাপারে আলোচনা করে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ,মহীলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন,
আওয়ামী নেতা টিপু সুলতান, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, ব্যবসায়ী আব্দুল মুতালিব, আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। জুড়ি ব্রীজটি এখন আর স্বপ্ন নয়। বাস্তবেই রূপ নিচ্ছে অবহেতিল জনপদের স্বপ্ন। উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান জানান, পিঠাইটিকর বেড়িবাধের পাশ দিয়েই ব্রীজটি নির্মান হবে। এতে করে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার সাথে সহজ যোগাযোগ হবে।